ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সহজ উপায়!


How To Remove Background Without Photoshop










ফটোশপ থেকে ছবির
ব্যাকগ্রাউন্ড করা একটি জটিল প্রক্রিয়া।আজকে আমাদের টপিক্স হচ্ছে “কিভাবে মাত্র ৫ সেকেন্ডে
ছবি থেকে রিমুভ করবেন” ফটোশপ বা অন্যন্য সফটওয়্যারের সাহায্য ছাড়াই। আসলে একটি ছোট
ওয়েবসাইটের সাহায্য নিয়ে এই কাজ-টি করা যাবে। যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাহায্য
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তাহলে আপনাকে ফটোশপ বা যেকোন সফটওয়্যারের সহয়তা নিয়ে
পাত করে করে তরপর সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যে-টি আমাদের কাছে খুব কষ্টকর
হয়ে পড়ে।আর যদি আপনি মোবাইল দিয়ে ম্যানুয়ালভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে
চান তাহলে আরও একটি কষ্টকর ব্যাপার।তো আজকে আমরা দেখাব কোন ওয়েবসাইটের মাধ্যমে সহজে
মাত্র ৫ সেকেন্ডের মধ্য যেকোন ছবি
  থেকে আপনি
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি যে যে  কাজে লাগতে পারে?

  • পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবি তৈরীতে।
  • ছবি এডিট করতে রিমুভ ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়।
  • ছবির পেছনে অন্য কোন ব্যাকগ্রাউন্ড বসাতে।
  • কার্টুন Portrait বানাতে ।



কিভাবে
ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব?

তো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড
রিমুভ  করতে হলে সরাসরি চলে যাবেন আপনি আপনার
ডেস্কটপ বা মোবাইলের যেকোন একটি ব্রাউজারে। এবার সার্চ অপশানে গিয়ে Remove.bg লিখে
সার্চ করবেন।

Remove.bg লিখে
সার্চ করার পর প্রদর্শিত হবে একটি সাইট। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করার পর কিছু স্যাম্পল
কিছু রিমুব করা ছবি দেখতে পারবেন। আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন।


Remove.bg ওয়েবসাইট থেকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নিয়মঃ

Remove.bg সাইট থেকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে "Upload Image" নামে একটি অপশান দেখতে পারবেন। 

Remove.bg








Upload Image এ ক্লিক করার পর আপনার ডেস্কটপ বা মোবাইলের গ্যালারী  থেকে  আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি আপলোড করবেন। 



remove.bg












ছবি আপলোড হয়ে গেলে দেখতে  পারবেন যে অটোমেটিক ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে্‌ । নিচের ছবি থেকে  Before এবং After  ছবি দেখুন। 

Background Removeremove.bg










আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড করা ছবিটি ডাউনলোড  করে নিতে পারেন  ডাউনলোড করার জন্য ছবির পাশে দেখবেন ডাউনলোড নামে একটি আইকন আছে।সিওম্পলি ডাউনলোডের উপর ক্লিক করলেই ডেস্কটপের ফাইলে অথবা মোবাইলের ডাউনলোড ফাইলে ছবি-টি ডাউনলোড হয়ে যাবে।
remove background image





এখন এই রিমুভ করা ছবিটি যদি Edit করতে চান তাহলে ছবির উপরে এডিট বাটন এই  অপশান-টি দেখতে পারবেন । Edit এ ক্লিক করলে Edit অপশান-টি চলে আসবে । এখান থেকে আপনি ম্যানুয়ালভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ  করে ট্রানস্পারটভাবে ডাউনলোড করতে পারেন।


ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিতে কিভাবে অন্য ব্যাকগ্রাউন্ড  অ্যাড করব?

ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিতে বা ট্রান্সপারট করা ছবিতে অন্য কোন ছবি অ্যাড করতে হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবির উপরে Edit এ ক্লিক করতে হবে ।

remove bg






Edit এ ক্লিক করার পর এই ধরনের ইন্টারপেজ দেখতে পারবেন। এরপর আপনার পছন্দমত যেকোন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন অথবা আপনার  কম্পিউটার থেকে  আপলোড করতে পারেন। আপনার যদি এক কালারের কোন ব্যাকগ্রাউন্ডের দরকার হয়ে থাকে তাহলে Color এর উপর ক্লিক করলে অনেক Solid Color এর ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ড-টি পছন্দ হবে সেটি সিলেক্ট করবেন।



remove background without photoshop







ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে Download Boutun দেখতে পারবেন । ডাউনলোডের উপর ক্লিক করলেই ছবি আপনার ডেস্কটপের অথবা  মোবাইলের ডাউনলোড ফাইলে ডাউনলোড হয়ে যাবে ।  এখন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ  করা ইমেজ-টি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন