মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন
প্রিয় পাঠক/পাঠিকা, মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যেম সাইটে বিশেষ করে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে অনেকেই মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস বা মেয়েদের নিয়ে ক্যাপশন দিচ্ছে । আবার অনেকেই আছে যারা অনলাইন থেকে মেয়েদের সম্পর্কিত মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিজের ফেসবুক আইডিতে ব্যবহার করছেন।
আপনারা যদি নিজেরা ফেসবুক স্ট্যাটাস লিখতে পারেন তবে সেটা আরও বেশী মানুষের কাছে গ্রহণযোগ্য বেশী হবে। তবে আপনারা যারা নিজে থেকে মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস লিখতে পারেন না তাদের জন্য আজকের এই পোস্ট-টি। আমরা আপনাদের জন্য মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন নিয়ে সাজিয়েছি আজকের এই পোস্টটি। আপনি যদি আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তবে আপনি জানতে পারবেন মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন, মেয়দের ফানি ফেসবুক স্ট্যাটাস।
মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন
আমরা অনেকেউ আছি মেয়েদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চাই কিন্তু কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয় বা ফেসবুকের স্ট্যটাসে কি লিখতে হয় সেটা না জানার কারণে আমরা অনেকেই আছি মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে পারি না। তবা আপনি যদি আজকের এই পোস্ট পড়ে থাকেন তাহলে আপনি মেয়েদের নিয়ে ভালো ভালো স্ট্যাটাস পেয়ে যাবেন যেটা আপনি কপি করে আপনার ফেসবুকের প্রফাইলে পেস্ট করতে পারেন। মেয়েদের নিয়ে রোমান্টিক স্ট্যটাস দেখলে অনেক মেয়েই আপনার প্রতি ইম্প্রেস হবে। সুতরাং আপনারা যারা এই ধরনের স্ট্যাটাসগুলো খুঁজছেন তারা এখান থেকে এ ধরনের স্ট্যাটাসগুলো সংগ্রহ করতে পারেন।
বালিকা টিকটক না করে
বাড়ির টুকটাক কাজ করো,
বাড়ির লোক খুশি হবে।
মেয়েরা যখন ফুচকা খায়
তখন মনে হয়,
একটা হাতি ১০ দিন কিছু না খেয়ে
পুরো কলা গাছ পেয়েছে।
মেয়েরা কখনো কলো ও গরীব
ছেলেদের পছন্দ করে না।।
বালিকা তোমার মন চুরি করতে
আমার ২ মিনিট সময় লাগবে,
শুধু করিনা কারণ,
ছোট থেকে শুনে আসছি
চুরি করা মহাপাপ।।
আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি নিয়ে ফানি স্ট্যাটাস
আতা গাছে তোতা পাখি
নারিকেল গাছে ডাব
মাঝে মাঝে BF বদলানো
মেয়েদের স্বভাব
আচ্ছা, মেয়েরা টাকার লোভে
বুড়ো কাকুকে বিয়ে করে,
কিন্তু ছেলেরা টাকার জন্য
বুড়ী কাকীমাকে বিয়ে করে না কেন?
বালিকা নিজেকে
কিউটের ডিব্বা ভেবোনা,
ছোটবেলায় ডিব্বা দিয়ে
কটকটি কিনে খেয়েছি।।
বালিকা হেয়ার স্টাইল করে কি হবে,
মাথায়তো সব উকুনে ভর্তি।।
চিকন মেয়েদের দেখলে মশাও
মনে করে রক্ত খাব নাকি দিব
বাসর ঘরে ঢুকে বউকে
একটা থাপ্পড় দিয়ে বলবো
এতদিন কোথায় ছিলে.
আতা গাছে তোতা পাখি
নারিকেল গাছে ডাব
মাঝে মাঝে BF বদলানো
মেয়েদের স্বভাব
হাসি পায় প্রচুর হাসি পায়
-যখন bf পাশে থাকতেও
মেয়েরা আমার দিকে তাকায়...
মেয়েরা মাল নয়
প্রতিটি বাবার রাজকন্যা
এবং ভাইয়ের কলিজ
বালিকা একমুঠো ভালবাসা দিবি?
আমি চুড়ি দিয়ে তোর হাত সাজিয়ে দবো।
ওহে বালিকা লাল গোলাপটা যে
শুকিয়ে গেল সেটা কখন দিবা?
বালিকা বয়ফ্রেন্ড না আমি তোর
জাস্ট ফ্রেন্ড হতে পারি কি?
মেয়েদের নিয়ে মজার ফেসবুক পোস্ট
ওহে বালিকা
তুমি কি এখনও তেমনি আছো,
নাকি ময়দা মেখে বদলে গেছো।
বালিকা পেত্নী হয়েজা তুই
আমি ভুত হয়ে যাবো,
আমার হয়ে জা তুই
আমি তোর হয়ে যাবো।
গবেষণায় প্রমানিত
মেয়েরা পছন্দের মানুষটা কে
ভাইয়া বলে ডাকে
মেয়েরা বলে ছেলেরা বাজে,
তবে মেয়েরা কার জন্য সাজে?
মেয়েরা সব কাজ সঠিক পাড়লেও
bf নির্বাচনে ভুল করবেই।
এই পৃথিবীর অষ্টম আশ্চর্য
জিনিস হলো মেয়েদের জিন্সের প্যান্ট এর
চেইন
মেয়েরা বড্ড বকা
তাইতো ঝগড়া করার সময়
তারাই সবথেকে বেশি কাঁদে
আর কষ্ট পায়।
স্বর্গকে যে ঘরে নিয়ে আসে
সে হলো- মেয়ে।
আর ঘরকেই যে স্বর্গ বানিয়ে রাখে
সে হলো- মা।
চিকন মেয়ে নীল শাড়ী,
লাল লিপস্টিক ঠিক যেন একটা হারপিকের বোতল
মেয়েদের শাড়ি সামলানোর
দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যেগুলোর একটি…
এই পৃথিবীর অষ্টম আশ্চর্য
জিনিস হলো মেয়েদের জিন্সের প্যান্ট এর
চেইন…
মন খারাপ তাই ছাদে বসেছিলাম। পাশের ছাদে এক আন্টি তার মেয়ের কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বলল, ঐ দেখ ভুত। কেমন লাগে বলুনতো,,,!!
লোকেরা সুযোগে প্রতারণা করে না, তারা পছন্দ করে প্রতারণা করে ।
” প্রতারণা করা কিছু কিছু মানুষের স্বভাব, এটা তাদের ভুল নয় ।
” যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখইনই বিশ্বাস করা উচিৎ নয় ।
” সব প্রতারকই নিজেকে সঠিক বোঝাতে এক হাজার অজুহাত দেখায় যে সে সঠিক কাজ করেছে ।
” প্রতারণাপূর্ণ একজন লোক বিজয়ী হওয়ার ভান করে কিন্তু হেরে যায় ।
” আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন, যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থে আপনি নিজের সাথেই প্রতারণা করছেন ।
” সম্পর্কের তিনটি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না ।
বালিকা তোমার সুন্দর চুলে
আমি যদি চুইংগাম লাগিয়ে দিই,
তুমি কি রাগ করবে?
বালিকা একদিন তুমি হবে বুড়ী,
মেকাপ বক্সে থাকবে তখন
পান আর সুপারি।।
তোমার সুন্দরী মায়াবী চেহারায়
টানা টানা পাখির মত চোখ, আর
হাতে পায়ে কুকুরের মত নোখ।
বালিকা ম্যাসেজ সিন করেও
উত্তর দিচ্ছে না,
তার মানে এই না তার দাম বেশি
হতে পারে সে লেখা পড়ায় করেনি।
বালিকা আমি যদি তোমায়
ঠ্যাস করে একখান চড় মারি
তবে কি তুমি রাগ করবা?
যা অন্যের কাছে থাকলে কষ্ট লাগে
মেয়েদের কষ্ট
বোঝা এত সহজ বিষয় নয়।
তারা যে বাড়িতে জন্মায়
সে বাড়িতে কিন্তু তার জায়গা হয়না।
হঠাৎ করে অতিরিক্ত নীরবতার মানে…
বুঝতে হবে, কোন এক গভীর আঘাতের সৃষ্টি হয়েছে।
মেয়েদের নিজস্ব কোনো জায়গা নেই
হয় তারা থাকে বাপের বাড়ি
নয়তো থাকতে হয় স্বামীর বাড়ি।
মেয়েদের নিয়ে ফানি ফেসবুক স্ট্যাটাস
রোগা মেয়ে সাথে নীল শাড়ি
যদি ঠোটে থাকে লাল লিপস্টিক।
দেখলে মনে হয় আস্ত একটা হারপিকের বোতল।
বালিকা তোমার মন চুরি করতে
আমার ২ মিনিট সময় লাগবে,
শুধু করিনা কারণ,
ছোট থেকে শুনে আসছি
চুরি করা মহাপাপ।।
মেয়েরা টাকার লোভে
বুড়ো কাকুকে বিয়ে করে,
কিন্তু ছেলেরা টাকার জন্য
বুড়ী কাকীমাকে বিয়ে করে না।।
বালিকা নিজেকে
কিউটের ডিব্বা ভেবোনা,
ছোটবেলায় ডিব্বা দিয়ে
কটকটি কিনে খেয়েছি।।
আমগাছ জামগাছ
মেয়েরা সব চিটিংবাজ।
বালিকা হেয়ার স্টাইল করে কি হবে,
মাথায়তো সব উকুনে ভর্তি।।
মেয়েদের নিয়ে ক্যাপশন
বালিকা আমাকে পটাতে হলে
শুধু দুখান আইসক্রিম নিয়ে আসবে
তাহলেই পটে যাবো।
মেয়েরা মাল নয়
প্রতিটি বাবার রাজকন্যা
এবং ভাইয়ের কলিজা
বালিকা একমুঠো ভালবাসা দিবি?
আমি চুড়ি দিয়ে তোর হাত সাজিয়ে দিবো।
ওহে বালিকা লাল গোলাপটা যে
শুকিয়ে গেল সেটা কখন দিবা?
বালিকা বয়ফ্রেন্ড না আমি তোর
জাস্ট ফ্রেন্ড হতে পারি কি?
হায় আমার দুঃখ…
আমি গরিব বলে আজ
মেয়েরা আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়।
আমি বড়লোক হলে মেয়েরা তখন প্রেম রিকুয়েস্ট পাঠাতো।
পৃথিবীর সর্বোচ্চ আশ্চর্য জিনিসের মাঝে
মেয়েদের জিন্সের চিন্তা প্রথম তালিকার
অন্তর্ভুক্ত হওয়া উচিত।
হাসি পায় প্রচুর হাসি পায়,
মনে হয় হাসতে হাসতে পেট ফেটে যাবে।
তখন, যখন দেখি বয়ফ্রেন্ড কাছে থাকার পরও
মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে থাকে।
মেয়েদের নিয়ে আবেগি ফেসবুক স্ট্যাটাস
যারা আপনার মূল্য বোঝেনা
তাদের সাথে আপনার
সময় কাটানো মূল্যহীন।
যখন সীমাহীন কষ্ট চলে আসে
তখন সবাই চুপ হয়ে যায়
কাঁদার সময়টুকুও তখন থাকেন।
নিজেকে মূল্যহীন লাগে
যখন কেউ কথা না বলে
রাগ করে থাকো।
হয়তো সেদিন আমাদের দেখা
না হওয়াটাই ভালো ছিল।
নয়তো শহরে এই দাগটা আসতো না।
মেয়েদের ইমোশনাল স্ট্যাটাস
এখানে আমরা মেয়েদের জন্য কিছু ইমোশনাল স্ট্যাটাস সংগ্রহ করেছি। সম্মানিত পাঠক বৃন্দ আপনাদের মধ্যে যদি কোন মেয়ে এই পোষ্টটি পড়ে থাকেন তবে চাইলে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলে স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন।
যা অন্যের কাছে থাকলে কষ্ট লাগে
তা নিজের কাছে রাখতে হয় আদরে।
হঠাৎ করে অতিরিক্ত নীরবতার মানে…
বুঝতে হবে, কোন এক গভীর আঘাতের সৃষ্টি হয়েছে।
মেয়েদের নিজস্ব কোনো জায়গা নেই
হয় তারা থাকে বাপের বাড়ি
নয়তো থাকতে হয় স্বামীর বাড়ি।
আমি তবেই ভালো থাকতাম
যদি আমি স্বার্থপর
মানুষ হয়ে জন্ম নিতাম।
ছেলেরা ছোটখাটো ভুল বোঝাবুঝিতে
সম্পর্ক একদম ছেড়ে দিতে পারে।
কিন্তু হাজার ভুলের পরেও
মেয়েরা তা টিকিয়ে রাখতে চায়।
সকল কিছু ভাঙার শব্দ আসে
কোন প্রকার ব্যথা ছাড়া।
কিন্তু মন ভাঙার কোন শব্দ আসেনা
শুধুমাত্র আসে ব্যথা।
মেয়েদের রাগানোর ফেসবুক স্ট্যাটাস
বালিকা তোমার সুন্দর চুলে
আমি যদি চুইংগাম লাগিয়ে দিই,
তুমি কি রাগ করবে?
বালিকা একদিন তুমি হবে বুড়ী,
মেকাপ বক্সে থাকবে তখন
পান আর সুপারি।।
তোমার সুন্দরী মায়াবী চেহারায়
টানা টানা পাখির মত চোখ, আর
হাতে পায়ে কুকুরের মত নোখ।
বালিকা ম্যাসেজ সিন করেও
উত্তর দিচ্ছে না,
তার মানে এই না তার দাম বেশি
হতে পারে সে লেখা পড়ায় করেনি।
বালিকা আমি যদি তোমায়
ঠ্যাস করে একখান চড় মারি
তবে কি তুমি রাগ করবা?
মেয়েরা সত্যি আজব
তাকে যে ভালোবাসে,
তাকেই এরা কষ্ট দেয়।
ওহে বালিকা সময় পেলে আশিস
একদিন আমার শহরে,
থাবরাইয়া ভালোবাসা শিখামু তোরে।
বালিকা Tiktok না করে
বাড়ির Tuktak কাজ করো,
বাড়ির লোক খুশি হবে।।
মেয়েরা যখন ফুচকা খায়
তখন মনে হয়,
একটা হাতি ১০ দিন কিছু না খেয়ে
পুরো কলা গাছ পেয়েছে।
মেয়েরা কখনো কলো ও গরীব
ছেলেদের পছন্দ করে না।।
মেয়েদের ইমপ্রেস করার স্ট্যাটাস-মেয়েদের নিয়ে ক্যাপশন
আপনারা অনেকেই মেয়েদের ইমপ্রেস করার স্ট্যাটাস খুজছেন কিন্তু ভালো কোন মেয়েদের ইম্প্রেস করার স্ট্যাটাস খুজে পাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্টটি এখানে আমরা ভালো ভাল মেয়েদের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। আপনারা চাইলে এই মেয়েদের ইমপ্রেস করার স্ট্যাটাসগুলো কপি করে আপনাদের ফেসবুক প্রফাইলে পেস্ট করে আপনার বন্ধু/বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন।
আষাঢ়ের সন্ধ্যায়, বর্ষার আগমনে,
এক নিরালা ভাঙা কাঠের সেতু,
পারাপারের সময়,
তোমার হাতে হাত রেখে,
তোমার বিস্ময় ভরা আঁখির দিকে চেয়ে আছি।
কালোমেঘে ঘেরা আকাশ হয়তে,
হঠাৎ করে আসা না বলা বৃষ্টি,
হিমেল হাওয়ায়,
ভিজিয়ে দিল দুটি শরীর।
তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে ,
শীতল বাতাসে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে,
ভূমি থেকে ওঠে আসা মাটির মেটো গন্ধে,
হারিয়ে যায় দুজনে কোন অদূরে।
বিদ্যুৎ চমকায়, বাদল গর্জায়,
দমকা হাওয়া শুরু হয়,
অঝোর ধারায় বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ,
প্রায় ভিজে যায় দুজনে,
তখনো তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে।
বিদ্যুতের ঝলকানিতে, ভয় পেয়ে জড়িয়ে ধরে,
শান্ত বধূর মতো , একদৃষ্টে চেয়ে,
তোমার ভয়মিশ্রিত কন্ঠে, কিছু বলার আগেই
তোমার ঠোঁটের নরম স্পর্শ ছুঁয়ে যায় ,
জীবনের প্রথম চুম্বন।
তোমার সেই লজ্জা মিশ্রিত অস্পষ্ট হাসিমাখা মুখখানা,
প্রতিরাতে আমার স্বপ্নে হাতছানি দেয়,
কে তুমি? কেন বার বার স্বপ্নে দেখা দাও?
তোমার জন্যে যেন আমি অপেক্ষায় আছি।
হাজারো সম্পূর্ণ কবিতার মাঝে না হয়,,, একটা কবিতা অসমাপ্ত রাখলাম,,,,, আমার প্রত্যুত্তর তোমার কাছে ভয়াবহতা,,, তাই নিশ্চুপ সাক্ষী হয়েই অসমাপ্ত রাখলাম ,,,
তুমি আমায় ডাকলানা গো,,,,,, তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে,,,
শোন আমাকে একটা সংসার দিবি?
মেয়েদের ইমপ্রেস করার ফেসবুক স্ট্যাটাস
আপনারা মেয়েদের ইম্প্রেস করার জন্য ফেসবুক স্ট্যাটাস দিতে চাচ্ছেন, কিন্তু ভালো কোন ফেসবুক স্ট্যাটাস পাচ্ছেন না যাতে করে মেয়েরা ইম্প্রেস হয় তাহলে এখান থেকে ভালো ভালো মেয়েদের ইম্প্রেস করার ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।
হাজারো সম্পূর্ণ কবিতার মাঝে না হয়,,, একটা কবিতা অসমাপ্ত রাখলাম,,,,, আমার প্রত্যুত্তর তোমার কাছে ভয়াবহতা,,,, তাই নিশ্চুপ সাক্ষী হয়েই অসমাপ্ত রাখলাম ,,,,,!!!!
তুমি আমায় ডাকলানা গো,,,,,, তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে,,,,,!!!!
আমি সেখানে সারা দিন ঘর গোছাবো,,,,,,রান্না করবো,,,,,,তোর জন্য অপেক্ষা করে বসে থাকবো,,,, আবার একটু ঝড়গাও করবো,,, তবে তোকে অনেক ভালোবাসবো,,,,, আমাকে একটা সংসার দিবি?,,,,,!!!!
তুমি এই বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ,,,,, হালকা হিমেল হাওয়ায় খোলা চৈত্রের সকাল নিয়ে যাও,,,, দহন আমার থাক,,,,, তোমার থাকুক শুধু বহন ,,,,,,!!!
তুমি মানে যেন Back space এ জমে থাকা,,,,,, এক অভিমানী ভীতু মহাকাব্য,,,,,!!!!
আমার মাঝে শুধুমাত্র আমাকেই একটিবারের জন্য খুঁজে দেখো,,,,দেখবা ভালোবাসা তখন কত সহজ,,,,,!!!!
বালিকা : তুমি এত ঘুমাও ক্যান?
বালক : কারণ আমার স্বপ্নে তুমি থাকো তাই,
এই চোখের গভীরতা মাপতে এসো না মায়া জালে আকটা পড়ে যাবা
শেষ কথাঃ মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন নিয়ে
পরিশেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই,আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস- মেয়েদের নিয়ে ক্যাপশন নিয়ে বেশ কিছু স্ট্যাটাস।আশা করি আপনারা যারা মেয়েদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চাচ্ছেন তারা আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার পছন্দমত মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেয়ে যাবেন। আমরা এই স্ট্যটাসগুলো অনলাইন থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করেছি।আপনারা চাইলে এই স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন।ধন্যবাদ!
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url